How to backup whatsapp message? Whatsapp | Tech Boss BD.

হোয়াটসঅ্যাপ এর মেসেজ কিভাবে ব্যাকআপ করবো?

           



উইকিপিডিয়ার তথ্য মতে বিশ্বজুড়ে ২ বিলিয়ন এর ও বেশিসংখ্যক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছে।

যে সংখ্যা টা অনেক বেশি এবং এই সংখ্যা টা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।


কিন্তু প্রতিনিয়তই এর ব্যবহারকারীরা বিশেষ করে নতুন ব্যবহারকারীরা একটা সমস্যার সম্মুখীন হয়। আর সেটা হলো তাদের একাউন্ট লগ-আউট করলে/কোনো কারনবসত অ্যাপটি আন-ইনস্টল হয়ে গেলে বা অন্য কোনো ডিভাইস এ একাউন্টটি লগ-ইন করলে তাদের পূর্বের সকল মেসেজ/কনভারসেশন ডিলিট হয়ে যায়। কারন ফেসবুক বা অন্য কোনো মেসেজিং অ্যাপ এর মতো হোয়াটসঅ্যাপ এর ডেটা বা তথ্য সংরক্ষিত থাকে না। বিধায় ব্যবহারকারীরা তাদের গুরুত্বপূর্ণ তথ্য/মেসেজ/ছবি বা ভিডিও হারিয়ে ফেলে।


তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এর সমাধান ও দিয়ে রেখেছেন। এতে করে আপনি আপনার হোয়াটসঅ্যাপ এর সমস্ত তথ্য বা মেসেজ ব্যাকআপ এবং রিস্টোর করতে পারবেন। আপনার তথ্য গুলো হারানোর ভয় থাকবে না।


***" এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্য যারা এইটা সম্পর্কে অবগত না। অনেক এ এটা জানতে চায়। যার জন্য পোস্টটি করা।***


নিচের ছবিগুলো অনুসরন করুন।

1.


 

2.
                    

3.               

4.                

5.   

6. যে একাউন্ট এ ব্যাকআপ রাখতে চান,এ একাউন্ট সিলেক্ট করুন।
                  

7.                   

8.                   

9.                  

10.              

দুইভাবে ব্যাকআপ করা যায়। প্রথমত আপনার ফোন স্টোরেজ এ এবং দ্বিতীয়ত গুগল ড্রাইভ এর মাধ্যমে।

ব্যাকআপ তো করে ফেললেন, এবার নতুন ডিভাইসে বা নতুন করে লগ-ইন এর সময় সমস্ত ব্যাকআপ করা মেসেজ বা তথ্য রিস্টোর করার পালা।

 

কোনো পারমিশন চাইলে allow করে দিবেন।

                        

ফোন স্টোরেজ এ ব্যাকআপ  করা হলে উপরের মতো দেখাবে।
আর গুগল ড্রাইভ এ ব্যাক আপ করা হলে নিচের মত দেখাবে। যদি ব্যাক আপ ইমেইল আপনার মোবাইল এ লগইন অবস্থায় থাকে তাহলে অটোমেটিক অ্যাপ তা ডিটেক্ট করে নিবে।

                

এভাবেই আপনি হোয়াটসঅ্যাপ এর মেসেজ ব্যাক আপ রাখতে পারবেন।

ধন্যবাদ।






          



Post a Comment (0)
Previous Post Next Post